কুড়িগ্রামের সীমান্তবর্তী রাজিবপুর উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। আটক ব্যক্তির নাম আসলাম (৩০)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ৪ নং ওয়ার্ডের হরিকেষ গ্রামের কবীর আলীর ছেলে।
রাজিবপুর থানা সূত্রে জানা যায়, শনিবার ৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সদর ইউনিয়নের টাংগালিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আসলামকে তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়।
থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসলাম মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, “মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আটককৃত আসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে ।
স্থানীয় সচেতন মহল পুলিশের এই অভিযানের প্রশংসা করে বলেন, সীমান্তবর্তী এ অঞ্চলে মাদক পাচার ও ব্যবসা হলে যুবসমাজ ক্রমেই মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাবে।