শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার মহাস্থানগড়ে আগমন হলো *Thoughts Of Billal*. বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে বরগুনায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত! ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার ! সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কু* পিয়ে হত্যা! বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের পরিদর্শনে ও তাদের জন্য কিছু আহার সামগ্রী নিয়ে জান

মামলার মূল হোতা গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

নুরে আলম তাশদীদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

২৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ রবিবার জেলা গোয়েন্দা শাখা পাবনা’র অভিযানে অধ্যাপক জহরলাল বসাক তুলসী স্যারের বাসায় সংঘটিত দস্যুতা মামলার মূল হোতা গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

 

গত ২৭ জুলাই সকাল ১১:৩০ ঘটিকায় পাবনা জেলার সদর থানাধীন শিবরামপুর সাকিনস্থ ভিকটিম এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যাপক জহরলাল বসাক তুলসী ব্যক্তিগত কাজে বাসার বাহিরে গেলে সুযোগে দুইজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত রান্নাঘরের দরজা দিয়ে প্রবেশ করে।

 

তারা বাসায় একা থাকা কাজের বুয়াকে হাত-পা বেঁধে মুখ টেপ দিয়ে শ্বাসরোধ করে, আলমারী ভেঙে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার (৫টি স্বর্ণের আংটি) ও নগদ টাকা লুণ্ঠন করে।

পরবর্তীতে ভিকটিম বাড়িতে প্রবেশ করলে দুর্বৃত্তরা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা নং-৩৫, ২৮ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ ধারা-৩৯৪ পেনাল কোড ১৮৬০ এ রুজু হয়।

 

অভিযান ও গ্রেফতারঃ
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের দিক  নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে, ওসি ডিবি মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) বেনু রায়, পিপিএম ও এসআই (নিঃ) অসিত কুমার বসাকসহ জেলা গোয়েন্দা শাখা, পাবনার চৌকস টিম তথ্য-প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় এবং অনুসন্ধানী কৌশল অবলম্বন করে অভিযান পরিচালনা করে।

টানা দুইদিন পাবনা ও ঢাকা মেট্রোপলিটন এলাকায় অভিযানের পর ঘটনার মূল হোতা ও পরিকল্পনাকারী মোঃ আয়ান ইসলাম ওরফে জয় (২১) কে ঢাকা মিরপুর থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, ভিকটিম একা থাকার সুযোগে আসামী জয় এবং তার ছোট ভাই বিজয় সরকার (১৪) মিলে দস্যুতার পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করে।

 

গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ
১। মোঃ আয়ান ইসলাম ওরফে জয় (২১), পিতা: মৃত নিত্যানন্দ সরকার ওরফে নিতাই, সাং-দক্ষিণ রাঘবপুর, থানা-সদর, জেলা-পাবনা, স্থায়ী সাং-কুরুলিয়া, থানা-গৌরনদী, জেলা-বরিশাল।

 

উদ্ধারকৃত আলামতঃ

*ভিকটিমের ব্যবহৃত OPPO মোবাইল ফোন
একটি Itel 2171 বাটন মোবাইল ফোন।
*নগদ টাকা ৬৭৫ টাকা
*দস্যুতায় ব্যবহৃত একটি চাকু
*সেলাই রেঞ্জ (আঘাতের জন্য ব্যবহৃত)
কালো প্যান্ট ও মাস্ক।
*আসামীদের ব্যবহৃত স্যান্ডেল
উল্লেখ্য উক্ত আসামী বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেছে ।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ