শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার মহাস্থানগড়ে আগমন হলো *Thoughts Of Billal*. বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে বরগুনায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত! ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার ! সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কু* পিয়ে হত্যা! বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের পরিদর্শনে ও তাদের জন্য কিছু আহার সামগ্রী নিয়ে জান

৩৯ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনছে ইসি

গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের মানচিত্রে বড় ধরনের রদবদলের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার সংখ্যার ভিত্তিতে ভৌগোলিক প্রতিনিধিত্বে ভারসাম্য আনতে গাজীপুর জেলায় একটি আসন বাড়ানোর এবং বাগেরহাট জেলায় একটি আসন কমানোর সুপারিশ করা হয়েছে।

এই প্রস্তাব অনুমোদন পেলে দেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরের আসন সংখ্যা বাড়বে এবং বাগেরহাটের কমবে।

 

বুধবার বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এই খসড়া রূপরেখার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, গাজীপুর ও বাগেরহাটের এই বড় পরিবর্তন ছাড়াও আরও ৩৯টি সংসদীয় আসনের সীমানায় ছোট থেকে মাঝারি ধরনের সংশোধনী আনা হয়েছে।

তবে দেশের বাকি ২৫০টি আসনের সীমানা আগের মতোই থাকছে, কারণ সেসব আসনের বিষয়ে কোনো দাবি বা আপত্তি উত্থাপিত হয়নি।

বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ইসির কারিগরি কমিটি এই পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, টেকনিক্যাল কমিটির তথ্যানুযায়ী, সর্বোচ্চ ভোটার হচ্ছে গাজীপুরে। আর বাগেরহাট জেলায় সবচেয়ে কম। তাদের প্রস্তাব হচ্ছে বাগেরহাটে একটি আসন কমবে, গাজীপুরে জনসংখ্যা ও ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বাড়বে।

 

 

তিনি আরও জানান, সারা দেশে প্রতিটি আসনের জন্য গড়ে ৪ লাখ ২০ হাজার ৫০০ ভোটারকে  ধরা হয়েছে। এই সমীকরণ মেলানোর জন্যই গাজীপুর ও বাগেরহাটের আসনে এই রদবদল আনা হচ্ছে।

যে ৩৯টি আসনের সীমানায় ছোটখাটো পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো– পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট-১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ১০ ও ১১, নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩।

 

এই খসড়া প্রস্তাবের ওপর আপত্তি বা মতামত জানানোর সুযোগ রাখা হয়েছে। বুধবারই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে আগামী ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এরপর আসনভিত্তিক শুনানি অনুষ্ঠিত হবে এবং সব পক্ষের মতামত পর্যালোচনার পর সীমানা চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, সংবিধানের ১১৯ ও ১২৪ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনি কাঠামোর অধীনেই গত ১৬ জুলাই ভূগোলবিদ, নগর পরিকল্পনাবিদ ও পরিসংখ্যানবিদসহ ৯ জন বিশেষজ্ঞকে নিয়ে একটি কারিগরি কমিটি গঠন করা হয়।

 

কমিটি প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক সুবিধা এবং সর্বশেষ আদমশুমারির তথ্য বিশ্লেষণ করে এই খসড়া প্রতিবেদন তৈরি করেছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ