শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে বরগুনায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত! ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার ! সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কু পিয়ে হত্যা! বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের পরিদর্শনে ও তাদের জন্য কিছু আহার সামগ্রী নিয়ে জান জনাব তারেক রহমানসহ অন্য অভিযুক্তরা চুড়ান্তভাবে নির্দোষ প্রমাণিত হলেন। শেরপুরে বিদেশী মদসহ ৩ জন গ্রেফতার নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

রাজিবপুরে অধিকাংশ টিআর,কাবিখা,কাবিটা প্রকল্পের টাকা আত্বসাতের অভিযোগ উঠেছে পিআইওর বিরুদ্ধে

মোঃ আমজাদ হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

কুড়িগ্রাম জেলাধীন চর রাজিবপুর উপজেলার ২০২৪-২৫ ইং অর্থ বছরের বাজেটের প্রকল্পের অধিকাংশ কাজ না করেই বিল উত্তোলন করেছেন পিআইও আতাউর রহমান। প্রকল্পের তালিকা, এস্টিমেট ও কাজ করার পূর্বের ও পরের ছবি এবং ভিডিও চেয়ে এক সংবাদ দাতা বারংবার তথ্য ফর্মে তথ্য চেয়ে আবেদন করেও ব্যর্থ হয়েছে ।

 

তাহা গত ০৮/০৭/২০২৫ ইং তারিখে দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদ প্রকাশ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা, জামায়াতের নেতা কর্মীরা এবং চর রাজিবপুর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক সদস্যবৃন্দ গত ১০/০৭/২০২৫ ইং তারিখে ইউএনও এর কার্যালয় গিয়ে ইউএনও কে চাপ দেওয়ায় শুধু প্রকল্পের তালিকা দিয়েছে।

কিন্তু এস্টিমেট ও কাজ করার পূর্বের ও পরের ছবি এবং ভিডিও দেয়নি।গত ১২/০৭/২০২৫ ইং তারিখে ইউএনও সাহেব চর রাজিবপুর উপজেলার ৩ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউ,পি সদস্যদের ডেকে প্রকল্পের মাটির কাজের স্বচ্ছতা দেখাতে নির্দেশ প্রদান করেন ২০/০৭/২০২৫ ইং তারিখের মধ্যে।

 

১৮/০৭-২৬/০৭/২০২৫ ইং তারিখ পর্যন্ত উপজেলার প্রায় সকল প্রকল্প স্ব-চোখে দেখতে গিয়ে দেখতে পেলাম ভিন্ন চিত্র। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় পিআইও ঘুষ নিয়েছে বলে মাটির কাজের স্বচ্ছতা দেখাতে পারছেন না এমনকি এস্টিমেট প্রকাশ করছেন না। পিআইও মাটি কাটার কাজ করতে বললে প্রকল্পের চেয়ারম্যান গন পিছির টাকা ফেরত চায় বলে জানা যায়।

গাইটওয়াল এর কিছু কাজ এখনো বাকি আছে। সংবাদ প্রকাশ হওয়ায় ১৫/২০টি প্রকল্পের মাটির কাজ ১৫%-২০% করে,করেছেন। ৩৫ টি প্রকল্পের মাটির কাজ এখনো বাকি আছে। ১৪টি প্রকল্পের মাটির কাজ ৩৫%-৪০% করে করেছেন, ১৫ টি প্রকল্পের মাটির কাজ ২০%-২৫% %করে করেছেন,২০-২২ টি প্রকল্পের মাটির কাজ ১০%-১৫%করে করেছেন। ভূয়া প্রকল্প,৭টি ।আর বাকি কাজ গুলো ১%-৫%করে করেছেন।

 

আরো উল্লেখ করা যায় গত ২০২৩-২৪ ইং অর্থ বছরের বাজেটের প্রকল্পের উপর ১৯টি প্রকল্প দাখিল করেছেন ২৪-২৫ অর্থ বছরে । এবং ২০২৪-২৫ ইং অর্থ বছরের বাজেটের প্রকল্পের তালিকায় ৩টি জায়গায় ১টিতে ৩টি প্রকল্প এবং বাকি ২ টিতে ২টি করে প্রকল্প দাখিল করেছেন। জনসাধারণের ভাষ্য বিগত সময় পিআইও ৫৫%-৬০% টাকা কারে মাটির কাজ বুঝিয়ে নিতেন জুন মাসের মধ্যেই।

মাটির কাজ দেখার মতো ছিল পি আই ও আতাউর রহমান ।মাটির কাজ করান বগে হাগে ছেরাভ্যারা এরি নামই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ,স্বচেতন মহল বলেন এবং আরো বলেন বর্ষার মৌসুমে পানি এসে তলিয়ে যাবে আর বলতে পারবে করে ছিলাম মাটির কাজ বন্যার পানিতে ভেসে গেছে সেই আশায় বসে আছেন পিআইও।

 

কাজ না করে শুধু আত্যস্বাত করার চেষ্টা করেছেন পিআইও। পিআইও আতাউর রহমানের সঙ্গে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগ সাজোস আছে বলে মনে করেন জনগণ। ইউএনও ফজলে এলাহীর নিকট মুঠোফোনে গত ১২/০৭/২০২৫ ইং তারিখে সাংবাদিকদের বলে ছিলেন ২০/০৭/২০২৫ ইং তারিখের মধ্যে সকল প্রকল্পের কাজের স্বচ্ছতা দেখাতে তার কি অবস্থানে এনেছেন?

 

তিনি বলেন হ্যাঁ আমি দেখিতেছি কাজ করে নিয়ে বিল দিব। ডিআরও সাহেবের নিকট মুঠোফোনে জানতে চাওয়া হয় ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের প্রকল্প গুলোর কাজ রাজিবপুরে আংশিক গুলোর করা হয়েছে । বাকি প্রকল্প গুলোর এখনো তেমন কাজ করার প্রক্রিয়া দেখা যাচ্ছে না। ০৮/১০/২০২৫ ইং তারিখে দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ও জামায়াতের নেতাকর্মীরা ইউএনও সাহেব সঙ্গে কথা বলে প্রকল্পের তালিকা নিয়েছে।

 

কিন্তু এস্টিমেট ও কাজ করার পূর্বের ও পরের ছবি দেয়নি। তথ্য গোপন রেখেছেন। আমি তথ্য সংগ্রহ কারি সংবাদ দাতা হিসাবে আইনে পাব কি না? তিনি তখন বলেন স্থানীয় প্রশাসনের নিকট বলার পর কাজ না হলে আমি পরে দেখব। বল্লাম বলেছি কাজ হয়নি তিনি পরে দেখতে চাইলেন।

 

জেলা প্রশাসক মহোদয়ের নিকট মুঠোফোনে বারংবার যোগাযোগ করে কথা বলা যায় নি ।২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের প্রকল্পের কাজ এখনো করেনি। তাই জনসাধারণ বাংলাদেশ সরকারের ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বৃন্দ এবং মাননীয় প্রধান উপদেষ্টা নিকট অনুরোধ করে বলেন অবিলম্বে দূষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সর্ব
স্তরের জনগন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ