৩ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ রবিবার ছাত্রজনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ২ আগস্ট, শনিবার জামালপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে প্রবাসীদের বা রেমিট্যান্স যোদ্ধাদের অসাধারণ ভূমিকা ছিল। ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখছেন রেমিট্যান্স যোদ্ধারা। তাদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছ, বক্তব্য রাখেন জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হারুণ আল মামুন, রেমিট্যান্স যোদ্ধা আজিজুর রহমান, জামালপুর জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন্নাহার, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, এনসিপি জেলা শাখার যুগ্মসমন্বয়ক খলিলুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আফরিন আঁখি প্রমুখ।
সভা শেষে পাঁচজন রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। তারা হলেন- মাসুদ মিয়া, লিটন মিয়া রাব্বি, আল আমিন, আব্দুর রহমান।