শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার মহাস্থানগড়ে আগমন হলো *Thoughts Of Billal*. বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে বরগুনায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত! ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার ! সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কু* পিয়ে হত্যা! বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের পরিদর্শনে ও তাদের জন্য কিছু আহার সামগ্রী নিয়ে জান

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ!

কিরন আক্তার, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

১৬ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বুধবার বিকেলে শহরের লেকেরপাড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী এই পদক্ষেপ না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

সারাদেশে পথযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওয়ানা দেন জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) শীর্ষ নেতারা।

পরে তাদের ঠিক সেই সময় নেতাদের বহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর পরপরই এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে মাদারীপুরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) শীর্ষ নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা: তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক মেহেরাব সিফাতসহ অনেকেরই মাদারীপুরে আসার কথা রয়েছে শহরের স্বাধীনতা অঙ্গনে আয়েজিত সমাবেশে তারা বক্তব্যও রাখবেন বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, ‘পরিকল্পতিভাবে গোপালগঞ্জে এই হামলা চালানো হয়েছে।

 

মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা অনুষ্ঠান সার্থক করতে প্রস্তুত।
কোনো হামলার ভয় তারা পায় না। গোপালগঞ্জে যারা হামলা চালিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী।

তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে তা না হলে সারাদেশে একযোগে আন্দোলন করা হবে বলে জানান এনসিপির নেতৃবৃন্দ।

পূর্ব ঘোষিত অনুষ্ঠান হিসেবে মাদারীপুরে দুপুর ৩টায় উপস্থিত থাকার  কথা ছিল এনসিপির কেন্দ্রীয় নেতাদের।
গোপালগঞ্জে হামলার ঘটনায় মাদারীপুরে অনুষ্ঠানের সময় পরিবর্তন করেন ।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ