সোমবার, ২১ জুলাই ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুর পুলিশ লাইনস্ অস্ত্রাগার ইনচার্জ  এর বদলিজনিত বিদায়” সংবর্ধনা অনুষ্ঠান শেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে ২৮ পিস ইয়াবাসহ ১ জন নারী গ্রেফতার শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান এর বর্ষপূর্তি পালন উপলক্ষে শিক্ষার্থীদের ২৪ এর রংঙ্গে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত জামালপুরে শহীদদের স্মৃতি সংরক্ষণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ মঠবাড়িয়া উপজেলায় যুবককে হ*ত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা ইসলামপুরে সরকারি গার্লস হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে মানব বন্ধন নাটোরের গুরুদাসপুর থানা বার্ষিক পরিদর্শন করেন মাদারীপুরে ফ্ল্যাটবাসা থেকে অ জ্ঞাত এক যুবকের লা শ উদ্ধার করেছে পুলিশ

বাংলাদেশের আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মাদারীপুরে ছাত্রদলের বিক্ষোভ!

নুরে আলম তাশদীদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

১৪ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ সোমবার
বাংলাদেশের আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
সোমবার বিকেলে শহরের ডিসিব্রিজ এলাকায় এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদারীপুর জেলা ছাত্রদলের আয়োজনে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ডিসিব্রিজ এলাকায় জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

 

এ সময় বক্তারা সারাদেশ আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায়ই দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করা হয়।
সাধারণ মানুষের উপর অতর্কিত হামলা করা হচ্ছে। এই মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে ক্ষুব্ধ দেশের মানুষ।

 

তাই এমন ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকান্ড ও বিচার বর্হিভূত হত্যাকান্ডের ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
তা না হলে আগামীতে জাতীয়তাবাদী দল বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

 

উক্ত সমাবেশ হইতে মাদারীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, মাদারীপুর ছাত্রদলের আহবায়ক মেহেদি হাসান জাকির, সদস্য সচিব মোঃ কামরুল হাসান, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, নুর-ই আলম নয়নসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ