শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে বরগুনায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত! ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার ! সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কু* পিয়ে হত্যা! বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের পরিদর্শনে ও তাদের জন্য কিছু আহার সামগ্রী নিয়ে জান জনাব তারেক রহমানসহ অন্য অভিযুক্তরা চুড়ান্তভাবে নির্দোষ প্রমাণিত হলেন।

মাদারীপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজৈর উপজেলার প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয় প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার।

এসময় তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, এরা আমাদের সমাজের অংশ। বিভিন্ন বিষয়ে তাদের প্রতিভা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তাদের আদর, যত্ন ও ভালোবাসায় সমাজের মূলধারার সাথে নিয়ে আসতে হবে। ওদের মধ্য থেকে লুকায়িত প্রতিভা খুঁজে তার বিকাশ ঘটানোর লক্ষ্যে কাজ করতে হবে।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ অর্থ বছরের আওতায় প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেন, জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন,  রাজৈর থানার ওসি মোঃ শেখ সাদি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিম শরীফ, প্রধান শিক্ষক খাদিজা আক্তার, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই।

জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন জানান, ৩টি বিভাগে বালক ও বালিকা ৪টি ইভেন্ট মোট ৫০ জন শিশু অংশগ্রহণ করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা জাতীয় পর্যায় ঢাকায় অংশগ্রহণের সুযোগ পাবে। অংশগ্রহণকারী সকলকেই পুরস্কার জার্সি ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ