নতুন স্পন্সর খুঁজতে ২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার দরপত্র আহ্বান করেছে বিসিসিআই। সেখানে বলা হয়েছে, আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ১২ সেপ্টেম্বরের মধ্যে অফেরতযোগ্য ৫ লাখ রুপি দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র নিতে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে ৫ হাজার ৬৭৫ ডলার।
নতুন স্পন্সর নির্বাচনের আমন্ত্রণে বিসিসিআই এবার স্পষ্ট জানিয়েছে, মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠান, বাজি বা জুয়ার সাইট, ক্রিপ্টোকারেন্সি (ভার্চুয়াল মুদ্রা), অনলাইন মানি গেমিং, তামাকজাত পণ্য কিংবা জনসমাজের নৈতিকতাকে আঘাত করতে পারে এমন কোনো প্রতিষ্ঠান আবেদন করতে পারবে না।
এশিয়া কাপ খেলতে আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে ভারতীয় দল। ‘এ’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আমিরাত, পাকিস্তান এবং ওমান। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।