২১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর মেডিকেল কলেজের সামন থেকে ১৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় হুইস্কি সহ ৩ জনকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।
২০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর মেডিকেল কলেজের সামনে থেকে এসব মাদক পরিবহনের ট্রাক পরিবর্তনের সময় এই চালান আটক করে পুলিশ। জামালপুর সদর থানা পুলিশের এএসআই রুবেল ও এএসআই সাইকুলের তৎপরতায় এ মাদকের চালানটি আটক করা হয়েছে বলে জানা গেছে।
জামালপুরের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে বড় মাদকের চালান আটকের ঘটনায়। জেলা পুলিশের এডিশনাল পুলিশ সুপার মাসুদ আনোয়ার সাংবাদিকদের জানান।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদকের চালান আটক করতে সক্ষম হয়।
এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২৯ লক্ষ ৪০ হাজার টাকা। মাদক পরিবহনে যুক্ত দুটি ট্রাক এবং একটি পিক-আপ আটক করা হয়েছে।সেই সাথে ট্রাক এবং পিক-আপের চালক তিন জনকে আটক করা হয়।আটককৃত ৩ জনের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়।
আবদুল মালেক খোকনের বাড়ি চর বাগবাড়ি, আজিজুর রহমান বাবুর বাড়ি ভাবকি এবং হাফিজুর রহমানের বাড়ি পাঠানপাড়া বলে জানিয়েছেন এডিশনাল পুলিশ সুপার। এদের মধ্যে খোকনের বিরুদ্ধে মেলান্দহ থানায় চুরির মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়ে মাসুদ আনোয়ার বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে