মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে ইসলামিক ফাউন্ডেশন , সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে শিক্ষক-অভিভাবক সমাবেশ রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কানাইপুরের শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি কুটি মিয়া বিপুল অস্ত্র ও মাদকসহ আটক ফরিদপুরে পদ্মায় ধরা পড়ল ৪২ কেজি ওজনের বাগাড়, বিক্রি হলো ৬২ হাজার টাকায়

জামালপুরে ইসলামিক ফাউন্ডেশন , সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৩০ জুন সোমবার ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের উদ্যোগে “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ২:০০ টায় জামালপুর জেলা সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন মান্যবর জেলা প্রশাসক জনাব হাসিনা বেগম, জামালপুর এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, জামালপুর।

মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধা-দ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর এবাদত করে। যদি সে কল্যাণ প্রাপ্ত হয়, তবে এবাদতের উপর কায়েম থাকে এবং যদি কোন পরীক্ষায় পড়ে, তবে পূর্বাবস্থায় ফিরে যায়। সে ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত। এটাই প্রকাশ্য ক্ষতি।

 

সভায় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন,
“সম্মানিত ইমাম, আলেম-ওলামা, ক্বারী, হাফেজ, মুফতি, মাওলানা, মুহাদ্দিসগণ সমাজের নেতৃত্বদানকারী শ্রেণি। আপনারা সত্যের পথ দেখান, সুতরাং আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনারা যদি সমাজকে আজ জাগ্রত করতে পারেন, তবে ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবোধ উন্নত হবে।”

তিনি আরও বলেন,“সাম্প্রদায়িক সম্প্রীতি মানে হচ্ছে—ভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষদের প্রতি সহনশীলতা এবং তাদের বিশ্বাস-চিন্তার প্রতি সম্মান প্রদর্শন। কেউ যদি অন্যের ধর্ম বা মূল্যবোধে আঘাত না করে, তাহলেই সেটিই সাম্প্রদায়িক সম্প্রীতি।”

সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য ইমাম ও আলেম সমাজকে দায়িত্ববান ভূমিকা পালনের আহ্বান জানান পুলিশ সুপার। তিনি বলেন, “মাদক, সন্ত্রাস, পারিবারিক অবক্ষয়, খুন-জখম ইত্যাদি প্রতিরোধে ধর্মীয়ভাবে মানুষের চেতনাকে জাগ্রত করতে হবে। মা-বাবার খেদমত, সত্য-মিথ্যার পার্থক্য, সহানুভূতি—এসব বিষয়ে মসজিদের মিম্বর থেকে আলোচনা বাড়াতে হবে।”

এ সময় জেলা প্রশাসক জনাব হাসিনা বেগম বলেন,“ইসলামকে সঠিকভাবে অনুধাবন করতে হবে। রাসূল (সাঃ)-এর আদর্শকে অন্তরে ধারণ করতে হবে। ধর্মীয়, সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে। আন্তরিকতা ও সহমর্মিতা সমাজ থেকে অপরাধ দূর করতে পারে।” তিনি আরও বলেন, “ঈমান ও আমল ছাড়া কিছুই শেষ পর্যন্ত মানুষের সাথে যাবে না। প্রিয় নবী (সাঃ)-এর বিদায় হজ্বের ভাষণ আমাদের সামাজিক নৈতিকতার ভিত্তি গঠনে একটি পরিপূর্ণ নির্দেশনা।”

আলোচনা সভায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতীব, ইসলামিক স্কলার, প্রশাসনের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ