১৮ মার্চ মঙ্গলবার সকাল ৯ টার দিকে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউপির বড় খাল ব্রীজের পশ্চিম পাশে ফাকাস্হান থেকে গাড়ী চালক শাহীন আলম (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সুত্রে জানা যায় , মঙ্গলবার সকাল ৮ টা থেকে সাড়ে আটটার সময় পলিশা বড় খাল ব্রিজের পশ্চিম পাশে ফাকা জায়গায় একটি পরিচয়বিহীন লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
পুলিশে খবর দিলে শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ ফিরোজ মিয়া এর নেতৃত্বে সকাল ৯ টায় লাশটি উদ্ধার করে আনা হয় । পরবর্তীতে সকালে থানায় গিয়ে শাহীন আলম এর প্রথম স্ত্রী জরিনা বেগম লাশটি তার স্বামীর বলে সনাক্ত করেন ।
শাহীন আলম ২ টি বিয়ে করেন । তিনি জামালপুর জেলার সদর উপজেলার জঙ্গলপাড়া বোটঘর গ্রামের মৃত নেদল এর ছেলে । তিনি গাড়ী চালকের পাশাপাশি আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য ছিলেন। ইতিপূর্বে গাড়ীতে করে একাধিক বার চোরাই পণ্য পাচার করেছেন।
তার বিরুদ্ধে হত্যা ও হাতে নাতে গরু চুরি সহ জামালপুর সদর থানায় ১৮৬০ পেনাল কোডের ৪৫৭/৩৮০ এফআইআর নং-৩১/৩১ সহ প্রায় ১১ টি মামলা রয়েছে ।এদিকে বিকাল ৪ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহীন আলমকে হত্যা করা হয়েছে এমন সন্দেহে তার প্রথম স্ত্রী জরিনা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন ।
এ বিষয়ে শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: নজরুল ইসলাম সাংবাদিকদের জানান , যে লাশটি পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে ১১ টি মামলা রয়েছে । নিহতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।