১৭ ও ১৮ মার্চ সোমবার ও মঙ্গলবার ২ জনকে গ্রেফতার করে মাদার গঞ্জ পুলিশ।
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বিএনপির কর্মসূচিতে হামলা মামলায় পৌরসভার সাবেক কাউন্সিলর হানিফ আহমেদ ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭ মার্চ সোমবার রাতে মাদারগঞ্জ পৌরসভার চাঁদপুর এলাকা থেকে সাবেক কাউন্সিলর হানিফ আহমেদ এবং ১৮ মার্চ মঙ্গলবার দুপুরে বালিজুড়ী বাজার এলাকা থেকে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সবুজকে গ্রেপ্তার করা হয়।
হানিফ আহমেদ মাদারগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাকির হোসেন সবুজ চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক।
মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দর আলী জানান বিএনপির কর্মসূচিতে হামলা মামলায় হানিফ আহমেদ ও জাকির হোসেন সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার দুপুরে তাদেরকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।