শফিক খান মাদারীপুরে সন্ত্রাস , চাঁদাবাজ ও কিশোর গ্যাং ,তৈরী করার অন্যতম কারীগর এবং ভূমিদস্য
নির্বাচনের সময় মানুষ কে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা প্রধান ,ব্যালট বাক্স, স্থানীয় নেতাদের বাড়িতে নিয়ে সিল মারা সহ অনেক অপকর্মের হোতা এই শফিক খান।
বিএনপি পন্থী এজেন্টদের নির্বাচনী সেন্টারে ঢুকতে বাধা প্রধান সহ বিএনপি নেতাদের বিভিন্ন মামলা দিয়ে জেলে রাখতেন এমনকি তাঁদের পরিবারের লোক জন দেরকে খারাপ প্রস্তাব দিয়ে থাকতেন তিনি মাদারীপুরের এমন কোন কাজ নাই তিনি কিশোর গ্যাং দিয়ে করান নাই বলে জানিয়েছেন মাদারীপুরের সাধারণত মানুষ।
সাবেক মাদারীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাংলাদেশে আওয়ামীলীগের প্রভাবশালী নেতা পাবেলুর রহমান শফিক খানকে আটক করেছেন।
পুলিশ সূত্র জানায় গতকাল ১৭মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ রোজ সোমবার রাত ৩,৩০মিনিটে তাকে রংপুর জেলা থেকে আটক করা হয়েছে।