অদ্য ১৭ মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ রোজ সোমবার ভোরে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ২ টি চোরাই মোটরসাইকেলসহ বকসিগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য ও তার সহযোগীকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
১৭ মার্চ সোমবার ভোরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- বকশীগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাশর সর্দার ও সূর্যনগর পশ্চিমপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে নুহু মিয়া (২৮)
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ সাংবাদিকদের জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসাবে ১৭ মার্চ ভোরে গোপন তথ্যের ভিত্তিতে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশ সূর্যনগর পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় মতি মিয়ার ছেলে নুহু মিয়ার বাড়ি থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় একই গ্রামের ইউপি সদস্য বাশর সর্দার ও নুহু মিয়াকে আটক করা হয়। দুপুরে তাদেরকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ...