১৬ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন ৫নং যাদুরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধনারচর চরের গ্রামের সুরুজ্জামান”এর ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৯) দুর্বৃত্তরা হত্যা করে নৌকায় ফেলে পালিয়ে যান।
মৃত্যুদেহ ধনারচর চৌরাস্তা নৌকা ঘাট ব্রক্ষপূত্র নদীর পূর্ব কিনার পাড়ে একটি ভাস্যমান নৌকার উপড়ে পড়ে থাকতে দেখা যায়।