মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে ইসলামিক ফাউন্ডেশন , সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে শিক্ষক-অভিভাবক সমাবেশ রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কানাইপুরের শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি কুটি মিয়া বিপুল অস্ত্র ও মাদকসহ আটক ফরিদপুরে পদ্মায় ধরা পড়ল ৪২ কেজি ওজনের বাগাড়, বিক্রি হলো ৬২ হাজার টাকায়

কোস্ট গার্ড সদস্যকে মারধর লাঞ্ছিতের মামলা ষড়যন্ত্রমূলক- প্রত্যাহারের দাবি কলাপাড়ায় বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল সমাবেশ

মোঃ তরিকুল ইসলাম শুভ, কলাপাড়া উপজেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ১২মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ রোজবুধ বার আইনশৃংখলার চরম অবনতি, খুন, ধর্ষণ, জাতীয় নির্বাচন বিলম্বিতকরন ও দলের সিনিয়র নেতৃবৃন্দের নামে দায়ের করা মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে এর প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির নেতাকর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেন।

 

 

বুধবার(১২ মার্চ) বেলা ১১টায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীর অংশগ্রহণে বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে কলাপাড়া মনোহরীপট্টিতে প্রতিবাদ সভায় মিলিত হয়।

 

 

এ সময় বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক ও সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি প্রমুখ।

 

 

এসময় কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন
উল্লেখ্য গত ৮ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড আন্দারমানিক (পায়রা বন্দর) স্টেশনের গোয়েন্দা সদস্য মো. মোস্তফা সাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মারধরের ঘটনায় কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম সিকদার, তাঁর বড় ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মামুন সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান ওরফে কাজল তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনসহ পাঁচ জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরো পাঁচ-ছয় জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

 

 

কোস্টগার্ড আন্দারমানিক স্টেশনের পেটি অফিসার মো. নেসারুল ইসলাম এ ঘটনায় গতকাল ১১ মার্চ কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার প্রধান আসামী শওকত হোসেন সাকিবকে গ্রেপ্তার করেছে।

 

 

মামলায় বলা হয়েছে, গত ৮ মার্চ পেশাগত সরকারি দায়িত্ব পালনকালে সন্ধ্যা সাতটার সময় কলাপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তায় অবস্থান করছিলেন কোস্টগার্ডের গোয়েন্দা সদস্য মো. মোস্তফা সাদিক এ সময় আসামিরা তাঁর পরিচয় জানা সত্ত্বেও তাঁর ওপর সন্ত্রাসী হামলা চালায়।

 

 

তাঁকে মারধর করে জখম করে এবং প্রাননাশের হুমকি দেয়। এ সময় আসামীগণ দম্ভোক্তি করেন যে, পুরো কলাপাড়া উপজেলা প্রশাসন আমাদের কথা মত পরিচালিত হয়। মামলায় সরকারি গোয়েন্দা কাজে বাঁধা, সরকারি সামরিক সদস্যকে মারধর ও লাঞ্চিত করার অভিযোগ আনা হয়েছে।

 

কলাপাড়া পৌর বিএনপি বলছে উপজেলা ও পৌর বিএনপির জেষ্ঠ্য নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দেয়া হয়েছে।

 

এর প্রতিবাদে আজ বুধবার বিএনপির ‘প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সমাবেশ ‘ অনুষ্ঠিত হয়। মিছিল থেকে’নেতৃবৃন্দের নামে মামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান এসব শ্লোগান দেওয়া হয়।

 

 

সমাবেশ থেকে নেতৃবৃন্দ কোস্টগার্ডের দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার করার দাবি জানান
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান কোস্টগার্ড সদস্যের ওপর হামলা-মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

আমরা এ ঘটনা নিয়ে তদন্ত করছি যাদের নামে মামলা হয়েছে, তাদের দোষ পাওয়া গেলে অবশ্যই তাদেরকেও গ্রেফতার করা হবে।

শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ শান্ত রয়েছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ