জামালপুরের বকশীগঞ্জে জুলাই আগস্ট গনঅভ্যুত্থানে নাশকতার মামলায় ফরহাদ হোসেন (৪৭) ও শহিদুল্লাহ (৫০) নামে যুবলীগের ২ জনে গ্রেপ্তার করেছে বকসিগঞ্জ থানা পুলিশ।
১০ মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ রোজ সোমবার রাতে বকসিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন পৌর যুবলীগের আহবায়ক কমিটি সদস্য মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের মৃত আবু বক্করের ছেলে ফরহাদ হোসেন (৪৭) ও সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী পুরাতন পাড়া গ্রামের আক্কাছ আলীর ছেলে শহিদুল্লাহ (৫০)।
সে দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সাথে জড়িত। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযানে গ্রেফতার করে আজ দুপুরে ২ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।