চলমান ” ডেভিল হান্ট ” অভিযান চলাকালে ফেনী জেলার পুলিশ সুপার, জনাব হাবিবুর রহমান মহোদয়ের সার্বক্ষণিক নির্দেশনায়; অতিঃ পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস ), জনাব নোবেল চাকমা মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)- র অফিসার-ইন-চার্জ, জনাব মর্ম সিংহ ত্রিপুরা এর প্রত্যক্ষ তদারকীতে ১০/৩/২০২৫ খ্রিঃ রাত ০৯:৪৫ ঘটিকার সময় ফেনী জেলার গোয়েন্দা শাখা (ডিবি) এর বিশেষ ২ নং টীমের সদস্যগন এসআই সাঈদ নুর, এসআই শাহাবুদ্দিন, এএসআই সঞ্জয় কুমার নাথ, এএসআই সরোয়ার, কং/৭৮৯ মোশারফ, কং/৩৫৫ জাহাঙ্গীর গন ফেনী সদর থানাধীন ফতেহপুর ফ্লাইওভার এর নিচে রেললাইনের উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া গেফতারকৃত আসামী১। খুরশিদ আলম বাসু এর হেফাজত হইতে ০৩কেজি গাজা ২। রিন্টু চন্দ্র দাস এর হেফাজত হইতে ০২কেজি গাজা এবং ৩। মো: জসিম এর হেফাজত হইতে ০২কেজি গাজাসহ সর্বমোট ০৭কেজি গাজা উদ্ধার করা করেন। এইসংক্রান্ত সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।