১০ মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ রোজ সোমবার দিবাগত রাত ১১:৩০ এর সময় গ্রামের মানুষ যখন গভীর ঘুমে তখন হটাৎ কানে ভেষে এলো এলাকায় ডা*কাত পরেছে।
মুহুর্তে তা মসজিদের মাইকে প্রচার হতে থাকে, মানুষের মধ্যে আগে থেকেই ডাকাত আতঙ্ক বিরাজ করছে।তাই ডা*কাত শব্দটি কানে আশা মাত্র ই ঘড় থেকে দা,বটি,লাঠি শোঠা নিয়ে ডাক চিৎকার দিয়ে বেরিয়ে পরেন রাস্তায়।
মুহুর্তের মধ্যে চারি দিক থেকে খবর আশে ডা*কাত, ডা*কাত, কিন্তু কোথায় ডা*কাত পরেছে তা কেউই সঠিক ভাবে বলতে পারে না।
একাধিক লোকের সাথে কথা হয় প্রতিবেদকের কিন্তু কোন ব্যক্তিই বলতে পারেনি সে কি ভাবে জেনেছে যে ডাকাত এসেছে বা কে দেখেছে।
কেউ বলছে বরিশালের মুলাদী উপজেলার বান্দের হাটে ডা*কাত আক্রমণ করেছিল তখন সেখানকার লোক জন চিৎকার চেচামেচি শুরু করে ও মাইকিং করলে পাশের এলাকার ও মাইকিং শুরু করে এতে সকলের মাঝে ডা*কাত আতঙ্ক সৃষ্টি হয়।
এভাবে এক এলাকা থেকে অন্য এলাকা মাইকিং এর শব্দ যে শুনেছে সেই মাইকিং শুরু করে এবং ডা*কাত পরেছে বলে চিৎকার করে।
এভাবেই মুলাদী এর পরে কালকিনি, মাদারীপুর, শরীয়তপুর সারা রাত ডা*কাত আতঙ্কে কাটে তিন জেলার অধিকাংশ মানুষের।