৯মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ মা বাধা দিলে দুইজনকেই পিটিয়ে সর্বাঙ্গে জ*খম।
শিবচর নিলখী ইউনিয়নে বাগমারা বাজারের পাশে জমি জমার বিরোধ নিয়ে এই ঘটনা ঘটে,
স্থানীয় সুত্রে জানা গেছে,
ঘটনাটি যদিও নিজ বংশের লোকেরাই ঘটিয়েছে তারপরও ঐ এলাকাজুড়ে আওয়ামীলীগ ও বিএনপি নিয়ে চরম বিতর্ক চলছে। আর যার যার মা বোনদের ঘরে তালা মেরে সতর্কে রেখেছেন, ঐ এলাকার মহাজনরা।যদিও ঘটনাটি কোনো রাজনৈতিক দলীয় সম্পর্কিত বিষয় না।