শাহীন খান, স্টাফ রিপোর্টার
সিএমপি’র কর্ণফুলী থানার পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশের ডাম্পিং স্টেশন হতে লুণ্ঠিত ০২টি মোটরসাইকেল ও ২৯০ ফুট প্লাস্টিকের পানির পাইপ উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার
কর্ণফুলী থানার এসআই(নিঃ) পরিতোষ দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ০৫/৩/২০২৫ খ্রিঃ কর্ণফুলী থানাধীন হাজী বাসার আহম্মদ এর কলোনী, ইছানগর বি.এফ.ডি.সি গেইটের পাশে রাসেল ফিস ট্রেডার্স এর পিছনে আসামীর ভাড়া ঘরের ভিতর হতে আসামী মোঃ রাসেল (৩৪) কে গ্রেফতার করেন এবং তার হেফাজত হতে ০৫ ই আগস্ট সদরঘাট ট্রাফিক পুলিশের ডাম্পিং স্টেশনে পুলিশের হেফাজত থেকে লুণ্ঠিত ০২টি মোটরসাইকেল ও ২৯০ ফুট প্লাস্টিকের পানির পাইপ উদ্ধার করেন।
যাহার প্রেক্ষিতে কর্ণফুলী থানার মামলা নং-০৫, তারিখ-০৫/৩/২০২৫ খ্রিঃ ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়।
এ ক্যাটাগরির আরো নিউজ...