মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে ইসলামিক ফাউন্ডেশন , সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে শিক্ষক-অভিভাবক সমাবেশ রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কানাইপুরের শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি কুটি মিয়া বিপুল অস্ত্র ও মাদকসহ আটক ফরিদপুরে পদ্মায় ধরা পড়ল ৪২ কেজি ওজনের বাগাড়, বিক্রি হলো ৬২ হাজার টাকায়

মাদারগঞ্জে হাতী দিয়ে চাঁদাবাজি

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

 

জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় হাতী
দিয়ে চাঁদাবাজি করতে দেখা যায়।

সোমবার ও মঙ্গলবার বিকালে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা সহ পৌর শহরে হাতী নিয়ে বিভিন্ন দোকানে চাঁদাবাজি করতে দেখা যায় রাস্তায় ঘুরছে বিশালদেহী হাতি সেই হাতির পিঠে বসা মাহুত।

 

 

মাহুতের নির্দেশেই এক পথচারি থেকে আরেক পথচারি ও এক দোকান থেকে আরেক দোকানের সামনে যাচ্ছে হাতিটি। এরপর শুঁড় সোজা এগিয়ে দিচ্ছে কাছে। শুঁড়ের মাথায় টাকা গুঁজে না দেওয়া পর্যন্ত শুঁড় সরাচ্ছে না হাতিটি। এভাবেই অভিনব কৌশলে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি।

 

 

এতে স্থানীয় পথচারী,গাড়ী চালক ও ব্যবসায়ীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার ও মঙ্গলবার বিকালে জামালপুর জেলা মাদারগঞ্জ পৌর শহরের বিভিন্ন বাজারে এমনচিত্র দেখা গেছে।সরেজমিনে দেখা যায়, হাতি দিয়ে টাকা তুলছেন মাহুত সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে পথচারী,গাড়ী ও দোকানীর ধরন অনুযায়ী ৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে চাঁদা।

 

 

সোমবার বালিজুড়ী বাজারে ইফতারের
সময় একটি দোকানে হাতি এসে শুঁড় এগিয়ে দিল। সঙ্গে সঙ্গে দোকানদার ১০ টাকা হাতিটির শুঁড়ে গুঁজে দিলেন। টাকা দেওয়ার কারণ জানতে চাইলে ওই দোকানদার বলেন, ‘টাকা না দিলে যাবে না। এ ছাড়া দেরি হলে অনেক সময় ঝামেলা হয়। আমরা নিরুপায় হয়ে টাকা দেই।

 

 

একে কাউসার নামে এক মটরসাইকেল চালক বলেন,এভাবে হাতি দিয়ে চাঁদা তুলতে সড়কে যানযট ও বিঘ্নতা সৃষ্টি হয় হাতি দিয়ে এভাবে চাঁদাবাজি বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। টাকা নেওয়ার কারণ জানতে চাইলে হাতির পিঠে বসে থাকা মাহুত বলেন, ‘হাতির ভরণপোষণের জন্য সবাই খুশি হয়ে কিছু টাকা দেয়।

 

 

টাকা নেওয়ার নিয়ম আছে কিনা জানতে চাইলে কোন জবাব দেননি সেই মাহুত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ নাদির বলেন, হাতি বা বন্যপ্রাণী ব্যবহার করে সড়কে চাঁদাবাজি করার সুযোগ নেই। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে নিবো।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ