মোঃ আজমল হুদা মিঠু বরগুনা জেলা প্রতিনিধি
অদ্য ৪ মার্চ ২০২৫ খ্রিঃ চিহ্নিত মাদক ব্যবসায়ি
১। রিয়ামনি(২৪), পিতা-ফারুক শইয়াল, সাং-খরকড়া, থানা-নড়িয়া, জেলা-শরিয়াতপুর, এ/পি-মগবাজার, ঢাকা,
২। মোঃ সুজন(৩২), পিতা-মোঃ সেলিম, সাং-ঢলুয়া, ৭নং ওয়ার্ড, ৮নং বরগুনা সদর ইউনিয়ন, থানা ও জেলা-বরগুনা।
৩। কাকন হাং(৩০), পিতা-পনু মিয়া, সাং-দক্ষিণ হেউলিবুনিয়া, ৮নং বরগুনা সদর ইউনিয়ন, থানা ও জেলা-বরগুনা’গনকে অদ্য বরগুনা থানা পুলিশ ডেভিল হান্ট অভিযান পরিচালনা করিয়া ২০০ পিচ ইয়াবাসহ নতুন বাস ষ্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়ধীন।