মোঃ আজমল হুদা মিঠু, বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা মাছ বাজার ব্রীজে এক পথচারীকে ৪ সদস্যর ছিনতাইকারী দল বেধরক মারধর করে। এক পর্যায়ে ভিকটিম অজ্ঞান হয়ে গেলে তার কাছে থাকা ২৬,০০০ হাজার টাকা নিয়ে পালানোর সময় ছিনতাইকারী সদস্য সন্দেহে একজন কে সাধারণ জনগণ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে । পুলিশ ভিকটিম কে উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর তার জ্ঞান ফিরলে জিজ্ঞাসা বাদের পর জানা যায় তার নাম মো:জামাল। তিনি বরগুনা ইউনিয়নের বাশঁবুনিয়া গ্রামে বাসিন্দা। তার পিতার নাম মো: আব্দুল সোহরাব।
অন্যদিকে সন্দেহভাজন আটককৃত ছিনতাইকারী সদস্য খাজুর তলা গ্রামের মো: নাছির মৃধার ছেলে মো: বছির মৃধা।
ভিকটিম বর্তমানে বরগুনা জেলা সদর হাসপাতালে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছে। ভিকটিম কে মাথা ও বুকে বেধরক মারার কারণে তার মুখ থেকে র*ক্ত পরছে। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হলে ও আরও প্রয়োজনীয় কিছু ঔষধ কেনার মতো টাকা তার কাছে নেই।
মাথা ও বুকে আঘাতের কারণে যদি রোগীর অবস্থার অবনতি হয় সেক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিতে হতে পারে। তাই বাশঁবুনিয়া গ্রামের সকল ভাই-বোনদের প্রতি অনুরোধ যেভাবেই হোক দ্রুত তার পরিবারের কাছে খবর পৌঁছাতে সাহায্য করুন।