খালেদা পারভীন স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম রুবানকে(২২) একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম সুবিদখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার গ্রেপ্তারকৃত মাহাবুব আলম রুবানকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ।
জানা গেছে, গত ১ সেপ্টেম্বর মজিদবাড়িয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. নসা মিয়া মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার গ্রহণের জন্য নির্দেশ দেন।
মামলায় অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়। তবে সে মামলায় মাহাবুব আলম রুবানের নাম না থাকলেও তাকে অজ্ঞাত দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ বলেন, মাহাবুব আলম রুবান নামের এক ছাত্রলীগ নেতাকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে নেয়া হয়েছে।