বোরহান উদ্দিন
জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর জেলা শহরের বেশ কয়েকটি বেকারি ও রেস্টুরেন্টে জামালপুর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেকারিতে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানায়, জামালপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানজিনা আক্তারের নেতৃত্বে ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জামালপুর শহরের বেশ কয়েকটি বেকারি ও রেস্টুরেন্টে অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় শহরের সকাল বাজার এলাকায় কেক ফ্যাক্টরি ও যমুনা বেকারিতে অনিরাপদ খাদ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনিরাপদ রঙ ব্যবহার করার দায়ে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে জামালপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, র্যাব ও পুলিশ সদস্যরা অংশ নেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে নিয়মিত আইনি কার্যক্রমের অংশ ছাড়াও রমজান মাসকে কেন্দ্র করে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।