বরগুনায় ডাকাত গ্রেফতার।সাবধান। একই ব্যক্তির বহুরূপী পরিচয়
অদ্য ২৪/০২/২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা ছোট গৌরিচন্না ২ নং ওয়ার্ড হতে সবুজ মিয়া /শ্যামল/মামুন/রোমান/রুমন/ওয়াকিল/সুলতান পিতা -মৃত আবু বকর সিদ্দিক সাং-ভাবখালি কোতোয়ালি মডেল থানা জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিধান করে ছদ্মবেশ ধারণ পূর্বক ডাকাতি করার অপরাধে দেশের বিভিন্ন থানায় ১২টি ডাকাতি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।