মোঃ আজমল হুদা মিঠু , বরগুনা জেলা প্রতিনিধি
আজ রাতে বরগুনা সদর উপজেলার অন্তর্গত গৌরীচন্না
ইউনিয়নের দক্ষিণ খাজুরতলায় ডাকাতি প্রস্তুতি কালে
আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে জনগণের সহয়তায় আটক
করেছে বরগুনা থানা পুলিশ। এদের মধ্যে ১জনের বাড়ি
গাজীপুর জেলার লক্ষীপুড়া, আরেক জনের বাড়ী পটুয়াখালীর গেরাখালী,
একজনের কাকচিড়া অপরজনের গৌরীচন্নায়। এদের কাছ থেকে
পুলিশ একটি মিনি পিকআাপ, রামদা, মাঙ্কি টুপি, শাবল উদ্ধার করা হয়।
এদের নামে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অস্ত্র মামলা রয়েছে।