আইফোন সহ ২ টি চোরাই মোবাইলের বিক্রেতা উজ্জ্বল হাওলাদার।
বিয়ে করছে ২ মাস মাত্র। উজ্জলের বউসহ শশুরবাড়ির লোকজন জানতে পারছে উজ্জ্বল ১ টি নয় ২ টি চোরাই মোবাইল বিক্রি করে পুলিশের কাছে ধরা খেয়েছে ইতিমধ্যে তপ্লিতপ্লা গুছিয়ে বউ বাপের বাড়ি চলে গেছে।
উজ্জ্বল জানায় তার কাজ চুরি ছিনতাই মোবাইল বিক্রি করা, তাদের দলে ৫/৬ জন আছে এবং এই চক্রের হোতা বর্তমানে জেলখানায়। কথা দিয়েছে জামিনে এসে সব কইটারে ধরিয়ে দিবে।
খোজ নিয়ে জানা যায় উজ্জলের নামে মাদক মামলাও রয়েছে। ইতিপূর্বের রেকর্ড ভালোনা বিধায় পরিবারের লোকজন খোজ নিতেও অপারগতা জানায়।
যাহোক সরকারি ভাবে থাকা খাওয়ার ব্যাবস্থা করা।
মোঃ উজ্জ্বল হাওলাদার (২৮)
পিতা- মোঃ খালেক হাওলাদার
মাতা – নাসিমা বেগম
সাং ধানখালী
থানা +জেলা পটুয়াখালী
এ/পি- বনানী থানাধীন মহাখালী সাততলা বস্তি (স্টাফ মহল সালাউদ্দিন এর বাড়ি)
মহাখালী বাস টার্মিনাল থেকে গ্রেফতার হয় অদ্য ১৫ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ রোজ শনিবার রাত ২১.৪৫ ঘটিকায়।