শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার মহাস্থানগড়ে আগমন হলো *Thoughts Of Billal*. বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে বরগুনায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত! ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার ! সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কু* পিয়ে হত্যা! বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের পরিদর্শনে ও তাদের জন্য কিছু আহার সামগ্রী নিয়ে জান

মুন্সিগঞ্জে জন্ম নেওয়া জেনারেশন বিটার প্রথম দিককার একজন এই শিশু, স্বাগত জানান তাকে

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

২০২৪ সালে জেন-জি (জেনারেশন জেড) আলোচনায় ছিল বিশ্বজুড়ে। এই তারুণ্যের দৃপ্ত চেতনায় উদ্ভাসিত হয়েছে বাংলাদেশও। চারদিকে যখন জেন-জির জয়জয়কার, তখন যাদের জন্ম হয়েছে এই পৃথিবীর বুকে, তারা জেন আলফা। ২০১২ থেকে ২০২৪-এর মধ্যে জন্মানো শিশুরাই আলফা প্রজন্ম। দিবাগত রাত ১২টা ১ মিনিটে যে নতুন বছর শুরু হলো, সেখান থেকে শুরু হলো আরেকটি নতুন প্রজন্ম। এই প্রজন্মের নাম ‘বিটা’। রাত ১২টার পর থেকে ২০৩৯ সাল পর্যন্ত যাদের জন্ম হবে, তারাই হবে এই প্রজন্মের মানুষ। বিটা প্রজন্মের নতুন এক সদস্য জন্মেছে আজ মাঝরাতে, চিনে নেওয়া যাক তাকে।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বালিগাঁও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে জন্ম হয়েছে এই শিশুর
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বালিগাঁও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে জন্ম হয়েছে এই শিশুর  , ছবি: ডা. শেখ তানভীর হাসান

রাত তখন দুটো পেরিয়েছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বালিগাঁও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে জন্ম হলো এক শিশুর। নতুন এক প্রজন্মের প্রতিভূ সে। সকালে ক্লিনিক থেকে ছেড়েও দেওয়া হয়েছে মা ও শিশুকে। মুঠোফোনে যোগাযোগ করা হলো শিশুটির মা-বাবা নাসিমা বেগম ও জসীম শেখের সঙ্গে। তাঁদের এই চতুর্থ সন্তান বিটা প্রজন্মের প্রতিনিধি।

জানা গেল, তিন কন্যার পর তাঁদের এই পুত্রের জন্ম। মজার ব্যাপার হলো, তাঁদের প্রথম কন্যা জেন–জি, পরের দুজন জেনারেশন আলফা। আর এবার ঘরে এল বিটা প্রজন্মের একজন। অর্ধাৎ নাসিমা–জসীমের চার সন্তান তিন প্রজন্মের প্রতিনিধি।

বিটা প্রজন্মের এই শিশুর এখনো নাম ঠিক হয়নি
ছবি: ডা. শেখ তানভীর হাসান

২০২৫ সালে পৃথিবীজুড়ে প্রযুক্তির উৎকর্ষের ছাপ। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন বহুল ব্যবহৃত। এই তো সেদিন সূর্যের কাছে মহাকাশযান পাঠিয়েছে নাসা। এতসবের মধ্যে জেনারেশন বিটার বেড়ে ওঠাটাও হবে ভিন্ন ধরনের। তারা যখন তারুণ্যে পৌঁছাবে, তখন পৃথিবী নিশ্চয়ই এগিয়ে যাবে আরও। তবে এসব কিছুর চেয়ে নিজেদের অকৃত্রিম বিশ্বাসের শেকড়টাই বেশি গুরুত্বপূর্ণ জসীম শেখ ও নাসিমা বেগমের কাছে। জসীম রাজমিস্ত্রি। নাসিমা গৃহিণী। জেনারেশন বিটার নাম শোনেননি এই দম্পতি।

জেনারেশন বিটার সদস্য এই শিশু বড় হয়ে কী পড়বে, কী করবে, তা সময়ই বলে দেবে। এখনো নাম রাখা হয়নি তার। জন্মের সময় কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল তার। বালিগাঁও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শেখ তানভীর হাসান সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। সব শঙ্কার মেঘ কেটে গেছে। পৃথিবীর বুকে কেঁদে উঠেছে শিশুটি। পরিবারটিতে বয়ে এনেছে অনাবিল আনন্দ। সাফল্যের সঙ্গে নিরাপদে শিশুটি ভূমিষ্ঠ হয়েছে যে চিকিৎসক এবং তাঁর দলের হাতে, নতুন প্রজন্মের সূচনায় একটা ধন্যবাদ তো তাঁদের দিতেই হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ