৭সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ রোজ রবিবার জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুন্দর আলী (১৯) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ৬ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৫টার দিকে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের টনকি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুন্দর আলী কুলিয়া ইউনিয়নের ভালুকা পশ্চিমপাড়া এলাকার কালু মিয়ার ছেলে।
জানা গেছে, ৬ সেপ্টেম্বর সকালে কুলিয়া ইউনিয়নের টনকি বাজারে মেহের সাজু নামে একজনের দোকানে রাজমিস্ত্রির কাজ করতে যায় সুন্দর আলী । কাজ শেষ করে বিকাল সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক মোটরের সুইচ বন্ধ করতে গেলে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে স্থানীয়রা সুন্দর আলীকে উদ্বার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্নেহাশীষ রায় জানান, সুন্দর আলী নামে একজন নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।