রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে একজন মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নরসিংদীতে নতুন পুলিশ সুপার যোগদানের পরে সকল পুলিশ অফিসার গন আন্তরিক হয়ে কাজ করার সফলতা! মাদারীপুরে সাংবাদিক মোঃ মোহাম্মদ এমদাদুল হক এর পিতার কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব খন্দকার মাশুকুর রহমান মাশুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজ পরিদর্শন জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মুত্যু রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক শেরপুর সদর থানা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত জামালপুরে ঈদ ই মিলাদুননবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আত্মগোপনে চেয়ারম্যান ,অদৃশ্য ইশারায় চলে পরিষদ

মোছাঃ পারভীন আক্তার, কুড়িগ্রাম প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আত্মগোপনে থাকলেও অদৃশ্য ইশারায় চলে  পরিষদ। ৭নং চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান মো. রাশেদুজ্জামান সেলিম খান গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।

 

৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে আত্মগোপনে রয়েছে। এতে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।

প্যানেল চেয়ারম্যান থাকলেও এখনো কার্যক্রম পরিচালিত হচ্ছে আত্মগোপনে থাকা চেয়ারম্যানের ইশারায় এমনটাই জানান ইউপি সদস্যরা। কাজেই প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত থাকলেও সেবার জন্য গিয়ে উল্টো ভোগান্তির শিকার হচ্ছেন ইউনিয়নের বাসিন্দারা।

 

 

শুধু তাই নয়, ইউনিয়ন পরিষদের আয়-ব্যয় হিসাব পরিচালিত হতো চেয়ারম্যানের নামের ব্যাংক হিসাবে। তারা না থাকায় ইউনিয়ন সংশ্লিষ্ট আয়ের টাকা ব্যাংকে জমা করতে পারলেও উত্তোলন করতে না পারায় ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে জানালেন সংশ্লিষ্ট ইউপি সচিব।

 

 

সরেজমিনে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমের বিষয়ে ৭নং চুকাইবাড়ী ইউনিয়নের পরিষদ সচিব ফাতেমা খাতুনের সঙ্গে কথা বললে তিনি জানান, চেয়ারম্যান গ্রেপ্তারের ভয়ে ১ বছরের অধিক পরিষদে আসেন না। তিনি না থাকায় আমাদের অনেক সমস্যা হচ্ছে। দ্রুত এর সমাধান না হলে ইউনিয়ন পরিষদ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

তবে সব ধরনের ডকুমেন্টে স্বাক্ষর করেন আত্মগোপনে থাকা চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম খান । আমরা পরিষদ থেকে কাগজপত্র দফাদার জাকিরুল ইসলামকে দিলে তিনি স্বাক্ষর এনে দেন। তিনি চেয়ারম্যানের মনোনীত ব্যক্তি। আমাদের করার কিছু নেই।

 

 

তবে ভুক্তভোগীদের ভাষ্যমতে, আমরা কোনো কাজে আসলে ঘুরতে ঘুরতে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায়। আজ না কাল বলে বলে ঘুরায়। তারা বলেন- ‘চেয়াররম্যান বলেন ঢাকা থাহি স্বাক্ষর দেয়’।

 

 

সেবা প্রার্থীদের অভিযোগসহ সার্বিক চিত্র সম্পর্কে অবগত হয়ে দ্রুত ব্যবস্থা নেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমনটা আশা করেন ভুক্তভোগী, ইউপি সদস্যসহ সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান বলেন , আমার কাছে কেউ লিখিত কোনো অভিযোগ করে নাই। আপনার কাছে শুনলাম বিষয়টি দ্রুত পদক্ষেপ নেবো।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ