৩০ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার জামালপুর শহরে ইয়ার গান ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। আজ শনিবার সকালে শহরের গেটপার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক যুবক মেহেরাব হোসেন শহরের শান্তিবাগ এলাকার মনিরুজ্জামানের ছেলে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক জানান- বিপুল পরিমান অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। সেখানে মেহেরাবের বাড়ি থেকে একটি ইয়ার গান, ছুড়ি, কুড়াল ও ওয়াকিটকিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেই সাথে তাকে আটক করা হয়।
ওসি আবু ফয়সল মোঃ আতিক জানান- প্রাথমিক তদন্তে মেহেরাব মানসিক রোগী বলে জানা যায়। শখের বসে এসব অস্ত্র সংরক্ষণ করেছে।