২০ আগষ্ট বুধবার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় গলায় ম্যাজিক বল আটকে ইরামনি নামে ১১ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট, মঙ্গলবার সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইরামনি ওই এলাকার ইব্রাহিম হোসেনের মেয়ে। এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, ১৯ আগস্ট সকালে ম্যাজিক বল নিয়ে খেলা করার সময় সবার অগোচরে একটি ম্যাজিক বল গিলে ফেলে শিশু ইরামনি। বলটি শ্বাসনালিতে ঢুকে শ্বাসকষ্ট শুরু হলে বিষয়টি তার পরিবারের নজরে আসে।
পরিবারের সদস্যরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে বলটি বের করা সম্ভব হয়নি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক সালেহ মেহেদী সাংবাদিকদের জানান , ম্যাজিক বল শিশুটির শ্বাসনালিতে আটকে যাওয়ায় বের করা সম্ভব হয়নি। শিশুটিকে নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা যায়।