বরগুনার পাথরঘাটায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে পাথরঘাটা উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় পাথরঘাটা । সোমবার সকালে পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর পাথরঘাটা কন্টিনজেন্টের ডিটাচমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আশফাক হোসেন। পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: হাসিবুল হকের সভাপতিত্বে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মুসফিক উস সালেহীন।
আলোচনা সভার পূর্বে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পাথরঘাটা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোণা অবমুক্ত করা হয়।
আলোচনা সভার শেষে পাথরঘাটার সফল মৎস্যচাষীদের পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত আয়োজনে পাথরঘাটা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মৎস্যচাষী, জেলে, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৮-২৪ আগস্ট পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন করা হবে।