বরগুনার পাথরঘাটায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পাথরঘাটা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির থেকে শুরু করে পাথরঘাটা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মন্দিরে এসে শোভাযাত্রা সমাপ্ত হয়েছে।
শোভাযাত্রার পূর্বে বিশ্বের শান্তি কামনায় পাথরঘাটা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। মিল্টন গয়ালীর সভাপতিত্বে এবং অরুণ কর্মকারের নেতৃত্বে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্ট পাথরঘাটা উপজেলা শাখা এই শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রায় পাথরঘাটার সকল স্তরের সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করে।