২ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় জনবহুল একটি রাস্তায় ধানের চারা লাগিয়ে অভিনব কৌশলে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় রাস্তা বেহাল অবস্থায় পরিনত হওয়ায় এ প্রতিবাদ জানান তারা। ১ আগস্ট, শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি কান্দারপাড়া এলাকায় কর্দমাক্ত রাস্তায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন গ্রামবাসী।
স্থানীয়রা জানান সরিষাবাড়ি , উপজেলার তারাকান্দি রকিবুল কর্নেলের বাড়ি থেকে কান্দারপাড়া বাস টার্মিনাল পর্যন্ত রাস্তাটির অবস্থান খুব খারাপ। গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর আওতায় গত ৪০ বছর আগে মাটির এই সড়কটি জনসাধারণের চলাচলের জন্য নির্মাণ করা হয়।
কয়েক বছর আগে স্থানীয় সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান সরকারি বরাদ্দের টাকা দিয়ে কিছু মাটি ভরাট করে সংস্কার করে দেন। এরপর থেকে আবারও বেহাল অবস্থায় হয়ে পড়ে সড়কটি। বর্ষা মৌসুমে রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলা অযোগ্য হয়ে পড়েছে।
চরম দুর্ভোগে অতি কষ্টে যাতায়াত করছে প্রায় দুই হাজার পরিবারের ১০ হাজার মানুষ। রাস্তার বেহাল অবস্থার বিষয়টি কর্তপক্ষ বারবার অবগত করেও কোন কাজে আসেনি। অবশেষে কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ, বিক্ষোভ ও মানববন্ধন করে প্রতিবাদ জানান এলাকাবাসী।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লাল মিয়া সাংবাদিকদের জানান রাস্তাটির বেহাল অবস্থা উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে রাস্তা সংস্কার করা হবে বলে জানান তিনি।