মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংস্কার জোট জুলাই সনদ ঘোষণার সাথে আরও ৮ দফা দাবি জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার লালগালিচার সংবর্ধনা প্রত্যাখ্যান খুলনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মন্নুজান সুফিয়ান ও জেডিএল পরিচালক মিজানের বিরুদ্ধে দুদকের চার্জশিট সিএমপি কমিশনার মহোদয়ের সাথে ব্রিটিশ কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুর জেলা শিশু কল্যাণ বোর্ড সংক্রান্ত আলোচনা! বরিশালে ৮ দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগ সমিতির পুনর্মিলনী অনুষ্ঠান দেওয়ানগঞ্জ যুবদলের আহবায়কসহ ৭ জুয়ারু গ্রেফতার শেরপুর জেলা পুলিশের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২১ জুলাই সোমবার শেরপুরে জেলা পুলিশের জুলাই মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত ওই কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

 

কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে বিগত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ ও কর্মক্ষেত্রে সম্মুখীন হওয়া সুবিধা-অসুবিধা এবং সমস্যাগুলো বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।

 

কল্যাণ সভায় পুলিশ সুপার সকলের বক্তব্য শোনেন ও সমস্যা সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি সকল পুলিশ সদস্যকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, মেডিকেল অফিসার ডা. শিবলী সামিউল তুষারসহ সকল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ