১৩ জুলাই রবিবার জামালপুর জেলার সদরে হাজীপুর উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যলয় আয়োজনে মাদক ও ইভটিজিং বিরোধী র্যালী এবং শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
১২/০৭/২০২৫খ্রি. তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মীর ইসহাক হাসান, সভাপতি, হাজীপুর উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম সেবা, পুলিশ সুপার,জামালপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: আজিজুল হক, সিভিল সার্জন, জামালপুর এবং জনাব মো: নজরুল ইসলাম, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,জামালপুর। উক্ত আলোচনা সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মো: নজরুল ইসলাম তার বক্তব্যের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে বিস্তর আলোচনা করেন।
মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব এবং অবৈধ মাদক চোরাচালানের শাস্তি সম্পর্কে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবককে অবহিত করেন। সেই সাথে কোন কোন মাদক গ্রহণে মানব শরীরে কি কি মারাত্নক ক্ষতি হয় সে সম্পর্কে সম্যক ধারণা দেন।
পরিশেষে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করার মাধ্যমে তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্য শেষ করেন।
এ ছাড়া পরামর্শমূলক সভায় উপস্থিত সকল অতিথি তাদের বক্তব্যে মাদকের ভয়াবহতা, তার থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।
পরামর্শমূলক সভা, মাদকবিরোধী ও ইভটিজিং বিরোধী র্যালিতে উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে মাদকদ্রব্যের অপব্যবহার ও এর ক্ষতিকর প্রভাবের বিবরণ সংবলিত লিফলেট, স্টিকার ও ক্যাপ বিতরণ করা হয়।