অদ্য ০৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার মুন্সিগঞ্জ জেলা পুলিশ লাইন মাঠে ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয়ের উপস্থিতিতে জেলা পুলিশ মুন্সীগঞ্জ এর আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিআইজি মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং তাদের কর্তৃক উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে জন্য পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য পুলিশ সদস্যগণকে আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, পুলিশ সদস্যগণ সহ জুলাই/২৪ খ্রিঃ বিপ্লবে শহীদ পরিবারের সদস্যবৃন্দ। ডিআইজি মহোদয় তাঁদের খোঁজখবর নেন ও জেলা পুলিশের পক্ষ থেকে তাদের হাতে প্রীতি উপহার তুলে দেন এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।