শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার মহাস্থানগড়ে আগমন হলো *Thoughts Of Billal*. বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে বরগুনায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত! ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার ! সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কু* পিয়ে হত্যা! বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের পরিদর্শনে ও তাদের জন্য কিছু আহার সামগ্রী নিয়ে জান

রাতে ঠিকমতো না ঘুমালেই হতে পারে মারাত্মক ৭ টি ক্ষতি!

স্বাস্থ্য ডেস্ক

সংবাদটি শেয়ার করুন....

এক রাত না ঘুমানো (বা নিদ্রাহীন রাত) শরীর ও মস্তিষ্কের ওপর বেশ কিছু উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিচে এর তাৎক্ষণিক এবং কিছু দীর্ঘমেয়াদি ক্ষতির বিষয়গুলো তুলে ধরা হলো।

 

১. স্মৃতিশক্তি দুর্বল হয়:

ঘুম স্মৃতি সংরক্ষণে সহায়তা করে থাকে। এক রাত না ঘুমালে শেখা ও মনে রাখার ক্ষমতা অনেকাংশে কমে যায়।


২. সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা হ্রাস পায়:

 সহজেই  মানুষ বিভ্রান্ত হতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেনা। সিদ্ধান্তহীনতায়  পড়ার  সম্ভাবনা খুব বেশী থাকে।

 

৩. মেজাজ খারাপ হয়:

বিরক্তি, হতাশা, এবং অস্থিরতার মাত্রা ধীরে ধীরে  বাড়তে থাকে। অনেকেই বিষন্নতা  অনুভব করতে থাকে।


৪. ইমিউন সিস্টেম দুর্বল হয়:

এক রাতের ঘুম না হলে শরীরে  রোগ প্রতিরোধে ক্ষমতা  দুর্বল হয়ে পড়তে থাকে। সর্বদা   সর্দি-কাশি লেগেই থাকে।
 
 

৫. রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়:

পর্যাপ্ত ঘুম না হলে হৃদয় সুস্থ রাখতে সহায়ক হরমোনগুলোর
ব্যালান্স বিঘ্নিত হয়ে য়ায়।


৬. ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায়: 

 ্এতে রক্তে চিনির পরিমাণ বেড়ে যেতে পারে এবং 
ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে।


৭. হরমোন ভারসাম্য নষ্ট হয়:

ঘুমের অভাবে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন (লেপটিন ও ঘ্রেলিন) অস্বাভাবিক হয়ে যায়, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয়।
 

পরামর্শ-

এক রাত না ঘুমালে পরের দিন চেষ্টা করুন কিছুক্ষণ ঘুমাতে (পাওয়ার ন্যাপ)।
পর্যাপ্ত পানি পান করুন এবং ক্যাফেইন বা অতিরিক্ত চিনিজাতীয় খাবার এড়িয়ে চলুন।

বিঃ দ্রঃ  রাতে ঘুমের জন্য পরবর্তী দিন রুটিন ঠিক করুন।

 

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ