বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান শরীয়তপুরের পুলিশ সুপার মহোদয়ের বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ শেরপুরে নোংরা পরিবেশে খাদ্যে উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরের নালিতাবাড়ীতে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে মাদারগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

স্বৈরাচার পালিয়ে গেলেও প্রেতাত্মারা রয়ে গেছে: তারেক রহমান

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচারের প্রেতাত্মারা রয়ে গেছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই। তারা নানা দাবি-দাওয়ার নামে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

 

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আশুগঞ্জ উপজেলার সোহাগপুর আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

 

তারেক বলেন, ‘গত ১৫ বছরে লাখ লাখ নেতাকর্মী অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, গুম, খুন হয়েছেন। কিন্তু বিএনপি থেমে থাকেনি। জনগণকে সঙ্গে নিয়ে সবার ঐক্যবদ্ধতার মাধ্যমে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। গত ৫ আগস্ট স্বৈরাচারকে বিদায় করেছে। এখন লক্ষ্য একটাই দেশকে পুনর্গঠন করতে হবে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।’

স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা রয়ে গেছেন জানিয়ে তারেক রহমান বলেন, ‘এরা বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন। সর্বোপরি বাংলাদেশকে রক্ষা করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা তুলে দেয়ার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বহু অত্যাচার-নির্যাতন সহ্য করে বিএনপি নেতাকর্মীরা এগিয়ে গেছেন। কৃষি, শিল্প, শিক্ষা ব্যবস্থা বেকার সমস্যা সমাধানের বিষয়সহ সব পর্যায়ে দেশকে কীভাবে এগিয়ে নিতে হবে তা ৩১ দফায় স্পষ্ট করে বলা হয়েছে। ২০ কোটি মানুষের চাষাবাদের জন্য খাল খনন করতে হবে। দেশের খালগুলো ভরাট হয়ে গেছে। সেই সমস্যা থেকেও আমাদের উত্তোরণ ঘটাতে হবে।’

তিনি বলেন, ‘বিগত ১৫ বছর জনগণের ভোট দেয়ার উপায় ছিল না। কখনো আমরা দেখেছি, ডামি নির্বাচন, কখনও ভোটারবিহীন নির্বাচন, কখনও আমরা দেখেছি ভোট ডাকাতি। জনগণের ভোট দেয়ার ক্ষমতাকে অস্ত্রের বলে কেড়ে নেয়া হয়েছিল। উন্নয়নের নামে লাখ-কোটি টাকা লুটপাট করা হয়েছে। কোনো রকম জবাবদিহিতা ছিল না বলে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। দলীয় লোক দিয়ে বিচার ব্যবস্থা করা হয়েছে। সে কারণে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।’
 
বিচার ব্যবস্থাকে পুনর্গঠন করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এই কাজগুলো পুনর্গঠন করতে পারলে রাষ্ট্র ব্যবস্থা উন্নত হবে। যে সমস্ত দলের এজেন্ডা হচ্ছে, এই দেশ ও দেশের জনগণ তাদের সবাইকে বিএনপি ঐক্যবদ্ধ রাখবে। আমরাও সবাই ঐক্যবদ্ধ থাকব। বিএনপির শক্তি হচ্ছে জনগণের শক্তি।’

 

ইতিহাস স্মরণ করে তারেক রহমান বলেন, ‘১৯৭৫ সালের পর যখন দেশ ভেঙে পড়েছিল, দুর্ভিক্ষে ছেয়ে গিয়েছিল, লাখ লাখ মানুষ মারা গিয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন দেশের মানুষ দায়িত্ব দিলেন, আমরা দেখেছি কীভাবে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি হয়েছে, কীভাবে কল কারখানা প্রতিষ্ঠিত হয়। একইভাবে ৯০ স্বৈরাচার যখন দেশকে ধ্বংস করে দিয়েছিল, আমরা দেখেছি পরবর্তী সময়ে ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দায়িত্ব নিলেন, সেই সময় আমরা দেখেছি, কীভাবে তিনি দেশ পুনর্গঠন করেছিলেন।’

তারেক রহমান আরও বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে। আপনারা দেশকে কীভাবে এগিয়ে নেবেন, এ বিষয়ে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল, জেলা বিএনপি নেতা কবির আহম্মেদ ভূঁইয়াসহ বিএনপির কেন্দ্রীয় এবং জেলা উপজেলা পর্যায়ের নেতারা।
 
এদিকে বহুল কাঙ্ক্ষিত জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে আজ শনিবার সকাল থেকেই সমাবেশ স্থলে এসে জড়ো হন তৃণমূল পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা। এতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশ স্থল। সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ