সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গরীব দুঃখী ও মেহনতি মানুষের সাথে কুশল বিনিময় করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল” এবং “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল” উদ্বোধন কলাপাড়ায় নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত হয়েছে শেরপুর জেলা পরিষদে প্রকল্পের চেক বিতরন শেরপুরে বিপিএটিসির প্রশিক্ষণার্থীদের জেলা সংযুক্তির উদ্বোধন মেলান্দহ বিদ্যুৎস্পষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মুত্যু উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও কৃষকদের বাজার সম্প্রসারণ লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে একজন মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নরসিংদীতে নতুন পুলিশ সুপার যোগদানের পরে সকল পুলিশ অফিসার গন আন্তরিক হয়ে কাজ করার সফলতা!

কাউখালীতে দুই দিনে ৬ ইটভাটা বন্ধ, জরিমানা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

রাঙামাটিতে হাইকোর্টের নির্দেশে জেলার বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। কাউখালীতে গত দুই দিনে অভিযান চালিয়ে আর্থিক জরিমানাসহ ৬টি ভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

এর আগে এক রিটের শুনানি শেষে ৫ জানুয়ারি জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরবর্তী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন হাইকোর্ট।

জানা গেছে, শুক্রবার জেলার কাউখালী উপজেলায় পরিচালিত অভিযানে ৩টি ইটাভাটা বন্ধ করে দেয় কাউখালী উপজেলা প্রশাসন। এ সময় তিনটি ইটভাটার মালিককে মোট ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

ভাটা তিনটি হলো- উপজেলার কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামের জেবিএম ব্রিকস, আদর্শ গ্রামের এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামের এমঅ্যান্ডসি ব্রিকস ফিল্ড।

উপজেলা প্রশাসন জানায়, শনিবার সকাল থেকে পরিচালিত অভিযানে বেতবুনিয়া ইউনিয়নের সুগারমিল এলাকার এসডব্লিউ ব্রিকস, এমবি ব্রিকস ও কেএমবি ব্রিকস ফিল্ড নামে আরও ৩টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

এ সময় ভাটা তিনটির মালিককে মোট সাড়ে ৫ লাখ টাকা আর্থিক জরিমানাসহ ২০ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। অভিযানে পানি ছিটিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে পরে কাঁচা ইটগুলো গুড়িয়ে দেওয়া হয়।

এ সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিস ও এলজিইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান বলেন, হাইকোর্টের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশে কাউখালী উপজেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী, কাউখালী উপজেলায় শুক্র ও শনিবার পরিচালিত অভিযানে ৬টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের আর্থিক জরিমানা করা হয়েছে।

এ সময় জ্বালানি কাঠও জব্দ করা হয়। সেই সঙ্গে সাইনবোর্ড টাঙিয়ে এসব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ