রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে একজন মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নরসিংদীতে নতুন পুলিশ সুপার যোগদানের পরে সকল পুলিশ অফিসার গন আন্তরিক হয়ে কাজ করার সফলতা! মাদারীপুরে সাংবাদিক মোঃ মোহাম্মদ এমদাদুল হক এর পিতার কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব খন্দকার মাশুকুর রহমান মাশুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজ পরিদর্শন জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মুত্যু রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক শেরপুর সদর থানা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত জামালপুরে ঈদ ই মিলাদুননবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সীমান্তে বিএসএফের গুলিতে আহত তরুণ রামেকে ভর্তি

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহীদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন।

শুক্রবার দিনগত রাত ২টার দিকে শিবগঞ্জ উপেজলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। শহীদুল ইসলাম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ শহিদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, আজমতপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১৮২ এর ১৩০ গজ এলাকা দিয়ে ভারতে ফেনসিডিল আনতে যান শহিদুল ও মিজানুরসহ ৫-৬ জনের একটি মাদক চোরাকারবারি দল।

মাদক নিয়ে ফেরার পথে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অন্তর্গত শশ্মনী ক্যাম্পের জোয়ানরা তাদের দেখে ৬-৭ রাউন্ড গুলি করে। এ সময় শহীদুল গুলিবিদ্ধ হন। মাদক ফেলে শহীদুলকে নিয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়।

জানা গেছে, স্থানীয় এক গ্রাম্য চিকিৎিসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শহীদুলকে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, গভীর রাতে ৬-৭ রাউন্ড গুলি শব্দ পাওয়া গেছে। সাধারণত উভয় দেশে চোরাকারবারিরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে তখন বিএসএফ এ ধরনের গুলিবর্ষণ করে থাকে। গুলিতে একজন আহত হয়েছে বলে জানা গেছে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা জানান, গত রাত ২ টার দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা। সকালে জানা গেছে, বিএসএফের গুলিতে শহিদুল নামে এক তরুণ আহত হয়েছেন।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিশ্চিত করে জানান, সীমান্তের শূন্য লাইন পার হয়ে ভারত থেকে ফেনসিডিল আনতে গিয়েছিল শহিদুলসহ ৫-৬ জনের একটি দল। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শহিদুল গুরুতর আহত হয়।

তিনি জানান, এ ঘটনায় বিএসএফের শশ্মানি ক্যাম্পের সদস্যরা ৫শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বলে আমাদের জানিয়েছে। আমরাও ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল ফেনসিডিল, একটি টর্চ লাইট, একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ