১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় খাদ্য অধিদপ্তরের সিল সংবলিত ৮২ বস্তা চালসহ দু’জনকে আটক করেছে পুলিশ। গতকাল, রবিবার সন্ধ্যা ৬টার দিকে মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন- ফুলকোচা দক্ষিণপাড়া এলাকার আফজালের ছেলে বাউল সুজন (৩৫) ও একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মুকুল মিয়া (৫৫)।
জানা গেছে, মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার আব্দুল মান্নান ও আমেজ মিয়ার বাড়িতে খাদ্য অধিদপ্তরের সিল সংবলিত ও সিলবিহীন সরকারি চালের বস্তার সন্ধান পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন সাইজের ৮২ বস্তা চাল উদ্ধার করে। এ সময় মুকুল ও সুজন নামের দুই ব্যক্তি চালের বস্তাগুলো ছাড়িয়ে নিতে গেলে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান খাদ্য অধিদপ্তরের সিল সংবলিত বিভিন্ন সাইজের ৮২ বস্তা চাল ও দু’জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা বস্তাগুলোতে প্রায় তিন হাজার ২০০ কেজির মত চাল হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।