বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার ওয়ার্ড সেক্রেটারি ও সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩০ শে আগষ্ট শনিবার বিকাল সাড়ে তিনটায় দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার মিলনায়তনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
এতে দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ জামালপুর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী এড. মাওলানা নাজমুল হক সাঈদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক জাকিউল ইসলাম,
সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা কাজী আতিকুর রহমান সহ অনেকেই। সম্মেলনে বিভিন্ন জায়গা থেকে আগত দায়িত্বশীলেরা বলেন, আগামী সংসদ নির্বাচনে আমরা প্রত্যেকটি ভোট কেন্দ্র থেকেই প্রথম হবো। এসময় প্রধান অতিথির বক্তব্যে এড. মাওলানা নাজমুল হক সাঈদী বলেন, দেশের মানুষ জামায়াতে ইসলামী কে দেশের দায়িত্ব দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে।
দেশের মানুষ যদি জামায়াতে ইসলামী কে দায়িত্ব দিতে পাগল পারা হয় তাহলে আমরা তাদের সিদ্ধান্ত কে অবজ্ঞা করবো কেন? আরো বলেন আমরা দেশের দায়িত্ব পেলে এই প্রশাসন দিয়েই যদি দেশ চালাই তাহলে আমরা প্রশাসনকে ভালো বানিয়ে তারপর তাদেরকে দিয়েই দেশ চালাবো, দুর্নীতি ও ঘুষ প্রতিরোধে প্রয়োজনে তাদের বেতন বাড়িয়ে দেওয়া হবে।
সর্বশেষ জামায়তের উপজেলা আমিরের সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।