২৫ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার শেরপুরের নালিতাবাড়ীতে ভয়াবহ এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে জনপদ। বন্ধু ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে আরেক বন্ধুকে। রোববার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার গেরাপঁচা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম তুলা মিয়া (৩৮), তিনি ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামের নুরুল আমীনের ছেলে। হত্যাকারীর নাম নাজমুল হক (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তুলা মিয়া ও নাজমুল দীর্ঘদিন একসাথে চলাফেরা করত এবং তারা বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। সেদিন রাতে নাজমুল বাড়িতে ডেকে নিয়ে প্রথমে একসাথে খাওয়া-দাওয়া করে। এরপর হঠাৎ দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দেয় তুলা মিয়াকে। পালানোর চেষ্টা করলেও ধানক্ষেতে পড়ে গেলে আরও উপর্যুপরি আঘাত করে হত্যা করে নাজমুল।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে নাজমুল পালিয়ে গেলেও ভোরে তার এক সহযোগী নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, হত্যার কারণ স্পষ্ট নয়, তবে অর্থনৈতিক দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।