কুড়িগ্রামের রাজিবপুরে আবারও মাদকের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার ১৭ আগস্ট গভীর রাতে উপজেলার বালিয়ামারী বাজার এলাকায় বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— জামালপুর জেলার ইসলামপুর থানার বোলাকীপাড়া এলাকার মোহাম্মদ আলী হোসেন (৩৬) এবং কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খেওয়ারচর এলাকার মোঃ শাহীন হাসান (২৭)।
রাজিবপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ টিম রাতে বালিয়ামারী বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান শেষে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর এ সফল অভিযানে রাজিবপুরের সর্বস্তরের সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, মাদকের ভয়াবহতা দিন দিন বেড়ে যাচ্ছে। বিশেষ করে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক কারবারিরা নিরুৎসাহিত হবে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন,
“আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত হওয়া খুব জরুরি। মাদক ব্যবসায়ীদের কঠোর শাস্তি দেওয়া না হলে সমাজে এর প্রভাব ভয়াবহ আকার ধারণ করবে।”
অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুধু রাজিবপুর নয়, আশপাশের উপজেলাগুলোতেও নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম আরো জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান আরও জোরদার করা হবে। সমাজ থেকে মাদকের কড়াল গ্রাস দূর করতে তারা বদ্ধপরিকর।