১৯ আগষ্ট ২০২৫ খ্যিস্টাব্দ রোজ মঙ্গলবার শেরপুর নালিতাবাড়ীতে ৩ জুয়ারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৭ আগস্ট রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে শনিবার রাতে পৃথক অভিযানে উপজেলার কোন্নঘর দুংগারপাড় বাজার ও পৌরশহরের শহীদ মিনার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ কোন্নঘর গ্রামের মৃত শামসুল হকের পুত্র হযরত আলী (৪৫), পৌরশহরের তারাগঞ্জ উত্তর বাজার এলাকার প্রদীপ কুমার দাসের পুত্র সজিব দাস (২২) ও সন্যাসিভিটা এলাকার ইসমাইল হোসেনের পুত্র সজিব মিয়া (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলারত অবস্থায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ওয়ানএক্সবেট ও একিউ ৯৯৯ নামে অনলাইনভিত্তিক জুয়ার প্লাটফর্মে তারা ফুটবল-ক্রিকেট খেলা নিয়ে বাজি ধরত। গ্রেফতারকৃত তিনজনেরই এখানে একাউন্ট আছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।